(UC Browser) Google Drive Link Expire Solution

MovieDriveBDOctober 6, 2024

লিংক এক্সপায়ার – ডাউনলোড ফেইল সমস্যার সমাধান ?


  •  ২ মিনিট সময় করে হলেও প্রতিটি কথা ভালোভাবে পড়ুন। কারণ , এমবিগুলো নষ্ট হলে ক্ষতি টা আপনার ই হবে। আমার নয়। যদি কিছু বুঝতে সমস্যা হয় , MOVIEDRIVEBD র অফিসিয়াল গ্রুপে জয়েন করে সমস্যা গুলো জানান। গ্রুপ লিংকঃ- (এখানে ক্লিক করুন)

★ প্রথমেই বলছি , UC Browser এর জন্য এই ট্রিক প্রযোজ্য এবং UC Browser লেটেস্ট ভার্শন। আবারো বলছি, UC Mini দিয়ে হবেনা। শুধুমাত্র UC Browser.

গত দুই-তিন দিন যাবৎ আমি এটা নিয়েই যাচাই-বাছাই করছিলাম , শুধু #MOVIEDRIVEBD. com এর গুগল ড্রাইভ ফাইল ই লিংক এক্সপায়ার হয়? নাকি অন্য সাইটের ড্রাইভের ফাইল ও ফেইল হয়?

Screenshot 1 – ছবিটি ফুল স্ক্রিন দেখতে ছবিতে ক্লিক করুন!


(UC Browser) Google Drive Link Expire Solution 1

– যেই সুবাদে একে একে বিভিন্নভাবে চেষ্টা করি। ১ নাম্বার #স্ক্রিনশট_১ দেখুন। একই ফাইল #MOVIEDRIVEBD থেকেও ডাউনলোড দিয়েছি , আবার অন্য সাইট থেকেও। দুইটাই গুগল ড্রাইভের ফাইল। দুইটাই লিংক এক্সপায়ার্ড হয়েছে।

– সুতরাং , সমস্যাটা সাইটের নয় , আমি বার বার আগেও বলেছি। কারণ , ফাইল রাখা হয় গুগল ড্রাইভে। অন্য সাইট ও গুগল ড্রাইভে রাখে। MOVIEDRIVEBD ও গুগল ড্রাইভেই রাখে। তাই অন্য সাইটের ফাইল কিছু হবেনা , আর MOVIEDRIVEBD র ফাইল ফেইল হবে , এমনটা ভাবা বোকামি।

– সমস্যা টা গুগলের , নাহয় ব্রাউজারের। বেশ সম্ভবত গুগলের সমস্যা এটা। আমি ৯০% শিওর।

– তাছাড়া ফেইল বা এক্সপায়ার হয়ার কারণ, স্লো ইন্টারনেট বা বার বার নেট ছেড়ে দেয়া বা আইপি চেঞ্জ হয়া।

এখন UC Browser এ এরকম ফেইল হলে করনীয় কি? সেটা বুঝার জন্য আমার ২ নাম্বার #স্ক্রিনশট_২ দেখুন। আমি সহজেই বুঝিয়ে দিয়েছি। তাও নিন্মে লিখিতভাবে বুঝিয়ে দিচ্ছি!

Screenshot 2 – ছবিটি ফুল স্ক্রিন দেখতে ছবিতে ক্লিক করুন!


(UC Browser) Google Drive Link Expire Solution 2

(নোটঃ- যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন , সেই ব্রাউজারে যেকোনো একটা জিমেইল তথা ড্রাইভ একাউন্ট লগিন রেখে দিবেন)

? ইউসি ব্রাউজার অবশ্যই নিউ ভার্শনের হতে হবে। তাই প্লে স্টোর থেকে আপডেট করে নিন।

(UC Browser) Google Drive Link Expire Solution 3
  • লিংক এক্সপায়ার বা ফেইল হয়ার পর ইউসিতে দেখবেন ফাইলের নামের নিচে ১,২,৩…… এভাবে ১০০% পর্যন্ত Retrying লিখা উঠবে। ১০০% হয়া পর্যন্ত অপেক্ষা করুন ২-৩মিনিট। দেখবেন ১০০% এর পর Fix it লিখা আসবে।
(UC Browser) Google Drive Link Expire Solution 4
  • ক্লিক করুন fix it > Go to website (মানে যে পেজ থেকে ফাইল টা নামিয়েছেন আর কি , সে পেজে/লিংকে যেতে বলছে)
(UC Browser) Google Drive Link Expire Solution 5
(UC Browser) Google Drive Link Expire Solution 6
(UC Browser) Google Drive Link Expire Solution 7
  • গুগল ড্রাইভের ওই ফাইলের সে পেজে/লিংকে যাওয়ার পর Download Anyway তে ক্লিক করুন। তারপর “OK” চাপুন। ব্যস।
(UC Browser) Google Drive Link Expire Solution 8
  • দেখবেন লিখা উঠবে যে , Link fixed. ফাইল টা আবার সেই স্থান হতেই ডাউনলোড শুরু হয়েছে।
(UC Browser) Google Drive Link Expire Solution 9

দয়া করে এটি ভাবার প্রয়োজন নেই যে , MOVIEDRIVEBD থেকে নামালেই লিংক এক্সপায়ার হবে। এক্সপায়ার যেটা হয়ার , সেটা যেকোনো সাইটের ফাইল ই হতে পারে। কারণ , গুগল ড্রাইভেই আপলোড করে সবাই। আশা করি এরপরেও কারো কোনো সমস্যা থাকার প্রশ্নই আসেনা। তাও যদি কেউ না বুঝে থাকেন , তাহলে আমার পক্ষ থেকে সরি! এরচেয়ে সহজে বুঝানোর সামর্থ্য নেই আমার ?

Categories
Home
Request
Telegram